শিক্ষকের উপর হামলা প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ তারিক হোসেনের বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে সবধরনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। বুধবার রাতে শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। এর আগে মঙ্গলবার দিবগাত রাতে ওই শিক্ষকের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের নাজির ভিলার দ্বিতীয় তলায় মঙ্গলবার ভোররাতে তারিক হোসেনের বাসায় দরজা ভেঙে পাঁচ থেকে ছয়জন মুখোশধারী লোক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। কক্ষে ঢুকেই প্রথমে বিছানার চাদর দিয়ে তারিক হোসেনের হাত বেঁধে ফেলে দুর্বৃত্তরা। কোনো ধরনের চিৎকার না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারীরা। হামলার ঘটনা টের পেয়ে পাশের ফ্ল্যাট থেকে অর্থনীতি বিভাগের শিক্ষক আশিখা আক্তার ও তার শ্বশুর ছুটে এলে দুর্বৃত্তরা আশিখা আক্তারের শ্বশুরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে দুর্বৃত্তরা পালানোর সময় ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। পরে সকালে ঘটনাস্থলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরসহ শিক্ষক সমিতির নেতারা যান। সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তারিক হোসেন সাংবাদিকদের বলেন, কেন এবং কারা আমার বাসায় হামলা করল আমি জানি না। ব্যক্তিগতভাবে আমার সাথে কারো শত্রুতা নেই।

এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার থেকে সবধরনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার রাত সাড়ে সাতটায় দিকে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ক্লাস বর্জনে বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকাল চারটার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে রবিবার থেকে লাগাতার ক্লাস ও সব পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘ঘটনায় আমরা মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছে।’

প্রসঙ্গত, কিছুদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দুইটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। সেই বিষয়টি থেকে প্রতিপক্ষ হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাটাইমস

 

LEAVE A REPLY