রাজধানীর লালবাগের দায়রা শরীফ মাজারে এক কক্ষবিশিষ্ট দোতলা একটি ভবন দখল নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার লালবাগ থানার ওসি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ঐ ভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি। ভবনটি দায়রা শরীফ মাজারের মালিকানাধীন। তবে আরেকটি পক্ষ এই ভবনটির মালিকানা দাবি করছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।