এতে বলা হয়, অভিবাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে শনিবার একটি মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)।তাদের আবেদনের প্রেক্ষিতে নিউইয়র্কের স্থানীয় এক আদালতের বিচারক স্থানীয় সময় শনিবার রাতে এ স্থগিতাদেশ দেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে শরণার্থীদের আটকের ঘটনায় বিক্ষোভের মধ্যে আদালতের এই নির্দেশ এলো।
আদালতের আদেশে বলা হয়, আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্পের অভিবাসী সংক্রান্ত নির্বাহী আদেশ বাস্তবায়ন স্থগিত থাকবে।এসিএলইউ’র পক্ষ থেকে বলা হয়েছে, বিচারকের এই আদেশের ফলে নিউইয়র্কের বিমানবন্দরে আটক ব্যক্তিরা মুক্তি পাবেন।
সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে বিভিন্ন বিমানবন্দর বা ট্রানজিটের সময় অন্তত এক থেকে দুইশোর মতো নাগরিককে আটক করা হয়েছে বলে ধারণা করছে এসিএলইউ।প্রসঙ্গত, সিরিয়া, ইরাক ও ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের অভিবাসী বা শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নির্বাহী আদেশ জারি করেন।
ট্রাম্পের আদেশের পর ওই সাতটি দেশের নাগরিকরা যদি যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি বা ‘গ্রিনকার্ড’ধারীও হন – তারাও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে থাকলে আর সেদেশে ঢুকতে পারবেন না।
ট্রাম্পের এই আদেশের পর মিশরের এক বিমানবন্দরে কমপক্ষে সাতজন ইরাক ও ইয়েমেন থেকে আসা লোককে ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে দেওয়া হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরসহ দেশটির কয়েকটি বিমানবন্দরে কয়েকজন লোককে আটক করা হয়।
এরপরই কয়েকজন মার্কিন আইনজীবী নতুন বিধিনিষেধগুলোর বিরুদ্ধে মামলা করেন। সমকাল