ম্যানহোলের ঢাকনাটা খোলাই থাকে সারা বছর। তার নীচেই লালিত হয় এক জোড়া সুখ-স্বপ্ন। রোজ ঘুম ঘুম চোখ খুলে দেখেন উপরে ছোট্ট গোল আকাশ। আর ম্যানহোলের নীচে তাঁদের আস্ত সংসার। সেটাই এই দম্পতির ভালবাসার ঠিকানা। টানা ২২ বছর ধরে এই ‘আন্ডার গ্রাউন্ড’ শুকনো ড্রেনটিতেই যে ঘর বেঁধেছেন মারিয়া গর্সিয়া আর মিগুয়েল রেসট্রেপো।
