খাগড়াছড়ি মহালছড়িতে স্বজনদের কান্নায় ভারী চৌংড়াছড়ির বাতাস

জেলার মাটিরাঙা উপজেলার আলুটিলা এলাকায় ট্রাক চাপায় নিহত ৮ জনের মধ্যে ৬ জনের বাড়িই মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামে। স্বজন হারানোর বেদনায় এখন ওই এলাকায় শোকের মাতম। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে আছে চৌংড়াছড়ির বাতাস। এর আগে একসাথে এতো মানুষ বিদায় দেয়নি মারমা অধ্যূষিত চৌংড়াছড়ি গ্রামবাসী। শনিবার বিকেলে ধর্মীয় রীতিমতে নিহতদের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মহালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন শীল।

এদিকে, শনিবার সকালে চৌংড়াছড়ি গ্রামে গিয়ে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(পাজেপ) চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় পাজেপ সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নিহতদের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করতে জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে নিহতদের স্বজনদের হাতে তুলে দেন চেয়ারম্যান কংজরী চৌধুরী। এছাড়া আহতদের চিকিৎসার জন্য সহায়তা করার আশ্বাস দেন।

প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টায় আলুটিলা এলাকায় ট্রাক চাপায় ৮ জন নিহত ও ৮ জন আহত হয়। এঘটনায় মাটিরাঙা থানায় মামলা দায়ের হয়েছে। ঘাতক ট্রাক হেল্পার সুমনকে আটক করেছে পুলিশ।

LEAVE A REPLY