সারা দেশের ন্যায় ঝিনাইদহ্ওে স্বেচ্ছাসেবী সংগঠন দপরিবর্তন চাইদর উদ্যোগে তৃতীয় বারের মত দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৭ পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঝিনাইদহের ডিসিকোর্ট থেকে একটি র্যালী বের হয়ে পায়রা চত্বর মোড়ে গিয়ে মানববন্ধন করে।
ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ঝাড়ু-দিয়ে “দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৭” উব্দোধন করে। পরে ঝিনাইদহের পাইরাচত্বর, হামদহ,আরাপপুর,চুায়াডাঙ্গা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন স্থানে ৭ থেকে ৮ জনের ১২ টি টিম বেরিয়ে পড়ে ঝিনাইদহ শহর পরিষ্কার করার উদ্দ্যেশে।
এ পরিচ্ছন্নতা অভিযান দিবসে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম, রায়হান, সাবেক সাধারণ সম্পাদক মাহামুদ হাসান টিপু, নূরুন নাহার মহিলা কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ সুসেন্দুকুমার ভৌমিক এবং আমিনুল ইসলাম টুকু সহ ঝিনাইদহের স্বেচ্ছাসেবকবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ।