বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুর ১২টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, বিকালে বিএনপির পূর্বঘোষিত একটি কর্মসূচিতে বিএনপি মহাসচিব প্রধান অতিথি থাকায় দুপুরেই সুরঞ্জিত সেনগুপ্তকে দেখতে যাবেন তিনি।