মিরসরাইয়ে আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের হাচু ভূঁইয়া বাড়িতে আগুন লেগে নয়টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
রবিবার, ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সৈদালী গ্রামের হাচু ভূঁইয়া বাড়ির সলিমুল্লাহ’র ঘরের পেছনে শুকনো ঝরাপাতা থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে নয়টি ঘর ও ঘরে থাকা ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শরীফ জানান, খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের দু’টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার কবির আহাম্মদ নিজামী জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের রাত্রিকালীন খাবার, শীতবস্ত্র ও অস্থায়ী ভিত্তিতে থাকার ব্যবস্থা করেছি।

LEAVE A REPLY