গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন নিরপেক্ষ হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভোটাররা যেন অবাধে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদেক্ষপ গ্রহণ করবে।
 গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-নির্বাচন উপলক্ষে বুধবার নির্বাচনী কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে এক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, এই আসনের নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য এবং বিশ্ববাসীর কাছে প্রশংসিত হবে। সভায় উপস্থিত উপনির্বাচনের এমপি পদের সাত প্রার্থী বক্তব্য রাখেন।
 আগামী ২২ মার্চ এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে একটি পৌরসভাসহ ১৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন।