ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের আন্দোলনেই গত কয়েকদিন ধরে বেশ ভোগান্তি চলছিল নিউমার্কেট এলাকায়। এবার তাদের আন্দোলনের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার খানেক শিক্ষার্থী ও হকারদের রাস্তায় নেমে আসায় পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা।
ওই এলাকাঘুরে দেখা গেছে, গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের নিউ মার্কেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর একটু দূর থেকে শুরু করে ভিসি চত্বর এলাকা পর্যন্ত মানববন্ধন করছেন সহ্রসাধিক শিক্ষার্থী। অন্যদিকে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের সমাবেশস্থলের খুব কাছে অবস্থান নিয়েছেন হকাররা। তারা দাবি তুলেছেন, শিক্ষার্থীদের এসব আন্দোলনে তাদের ব্যাপক ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।
তিন পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ নিউ মার্কেট ও নীলক্ষেত মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিক দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালগামী রোগীরাও ব্যাপক দুর্ভোগে পড়ছেন।