মহাপুলিশ পরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, ‘সন্ত্রাস দমনে সামর্থ্য বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশকে দক্ষিণ কোরীয় সাহায্য সংস্থা ‘কোইকা’ সহযোগিতা করবে।
তিনি বলেন, ‘কোইকা ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের জন্য সাহায্য করার পাশাপাশি সামর্থ্য বৃদ্ধিতে সাহায্য করবে।’
বুধবার রাজধানীর পুলিশ সদর দফতরে কোরীয় একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইজিপি এ কথা বলেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশে অবস্থিত কোরীয় দূত এএইচএন সেং ডু। তার সঙ্গে ছিলেন কোইকা দেশীয় প্রতিনিধি জো হাউওংইউসহ পুলিশ কর্মকর্তাগণ।
‘বাংলাদেশ পুলিশ সাইবার অপরাধ দমনে কাজ করছে’ উল্লেখ করে এসময় আইজিপি আরও বলেন, ‘এ সেক্টরে কোইকা পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।’