নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ‘ভাটির ছায়া’ নামে নির্মিত সেবাগ্রহীতাদের জন্য অপেক্ষাগার ও গণশুনানি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ‘ভাটির ছায়া’ নামের এ সেবাকেন্দ্র শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন আহাম্মেদ, নেত্রকোনা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরিফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউর করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।