ক্রীড়া ডেস্কঃ
তামিম ইকবাল দু-দুবার বেঁচে গেছেন শ্রীলঙ্কা রিভিউ না নেওয়ায়। তৃতীয়বারে আর রক্ষা হলো না তামিম ইকবালের আউট হলেন ।
তখন পঞ্চাশের দোরেগোড়ায়
এই ওপেনার। দল শতরানের কাছে।এবার রিভিউ নেন হেরাথ আম্পায়ার আলিম দার আউট না দিলেও নিজের বলে । জিতেও যান। ফুল লেংথ বল ক্রস ব্যাটে খেলে ৪৯ রানে এলবিডব্লিউ তামিম।
আউট হওয়ার আগ পর্যন্ত তামিম দারুণ খেলছিলেন । শুরুর নড়বড়ে ভাবটা কাটিয়ে জমে উঠছেন সৌম্য সরকারও। তামিমের আউটের সঙ্গেই এসেছে চা-বিরতির ঘোষণা।
বাংলাদশের রান ১ উইকেটে ৯৫। ৪০ রানে অপরাজিত সৌম্য।