পেন্টাগনের প্রাথমিক পরিকল্পনার আওতায় সিরিয়ার উত্তরাঞ্চলে অতিরিক্ত এক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। বুধবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানান।
পরিকল্পনাটিকে সিরিয়ায় জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে দেশটির মাটিতে মার্কিন শক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অবশ্য পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের অনুমোদন লাগবে।
বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ৮শ’ থেকে ৯শ’ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কিন্তু গত সপ্তাহে রাকার কাছে মেরিন আর্টিলারি ব্যাটারি মোতায়েনের পর দেশটিতে আরো মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় আরো ১ হাজার মার্কিন সেনা পাঠানো হবে।