সৌম্যর হ্যাটট্রিক ফিফটি

ক্রীড়া ডেস্কঃ
এতটাই মনোযোগে ব্যাট করছিলেন যে নিজের মাইলফলকও খেয়াল করেনি। একটু পর বুঝতে পেরে সৌম্য একটু উঁচিয়ে ধরলেন ব্যাট। আরও একটি অর্ধশতক!
শুরুটা ছিল একটু নড়বড়ে। সময়র সঙ্গে পেয়েছেন আত্মবিশ্বাস হয়েছেন থিতু করেছেন রান। সৌম্য সরকার করে ফেললেন আরও একটি পঞ্চাশ
সিরিজে তার হ্যাটট্রিক ফিফটি ।

বাংলাদেশের দ্বিতীয় ওপেনার হিসেবে করলেন টানা তিন ইনিংসে অর্ধশতক। ২০১০ সালে তামিম করেছিলেন টানা পাঁচ ইনিংস।

এমনিতে স্ট্রোক প্লেয়ার হলেও এই ইনিংসে দেখা গেছে অন্য সৌম্যকে। লড়াই করে আঁকড়ে আছেন উইকেট। পঞ্চাশ করেছেন ৯৬ বলে।

বাংলাদেশ ১ উইকেটে ১১৪। সৌম্যর সঙ্গী ইমরুল কায়েস খেলছেন ৯ রানে।