৬১ রানে ফিরলেন সৌম্য

ক্রীড়া ডেস্কঃ
আগের বলেই দারুণ এক ইনসাইড আউটে চার। পরের বলেই সৌম্যকে বোকা বানালেন লাকশান সান্দাকান। চায়নাম্যান বোলারের ফ্লাইটে বিভ্রান্ত সৌম্য, বুঝতে পারেননি রং-ওয়ান। ড্রাইভ করতে গিয়ে বোল্ড!

টানা তৃতীয় অর্ধশতক এবং তিনবারই সৌম্য যেতে পারলেন না তিন অঙ্কে। এবার ৬১ রানে ফিরলেন অসাধারণ ডেলিভারিতে। বাংলাদেশের রান তখন ২ উইকেটে ১৩০।

ইমরুলের সঙ্গী নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান।