ক্রীড়া ডেস্কঃ
মোসাদ্দেক ব্যাট করছেন আট নম্বরে আগের দিন নাইটওয়াচম্যান নামায় । নইলে নামতেন সাত নম্বরে। তবে প্রথম টেস্ট ইনিংসেই দাবি জানিয়ে রাখলেন আরও ওপরে ব্যাট করার। অসাধারণ ব্যাটিংয়ে তরুণ ব্যাটসম্যান করেছেন অর্ধশতক।
টেস্ট অভিষেকে আটে নেমে বাংলাদেশের প্রথম ফিফটি এটিই। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মানজারুল ইসরাম রানার ৩৫ ছিল আগের সর্বোচ্চ।
শুধু রান সংখ্যায়ই নয়, মোসাদ্দেক নজর কেড়েছেন দারুণ সব শটেও। খেলেছেন চোখ ও মন জুড়ানো সব ড্রাইভ। হেরাথের মতো স্পিনারকে অনায়াসেই খেলেছেন ইনসাইড আউট।
আরেক পাশে সাকিব খেলছেন যেন আদর্শ টেস্ট ইনিংস। ৬৭ রানে হেরাথের বলে উইকেটের পেছনে ডিকভেলার হাতে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। তাতে ভড়কে না গিয়ে খেলছেন আরও বেশি নির্ভরতায়। এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে, অপরাজিত ৯১।
দুজনের জুটি ছাড়িয়েছে শতরান। দলের রান ৬ উইকেটে ৪০৭। লিড হয়ে গেছে ৬৯।