আশকোনায় হামলায় ‘আইএসের দায় স্বীকার’

রাজধানী ঢাকার আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস।

আইএসের মুখপত্র আমাক’র বরাত দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

আমাক-এ দাবি করা হয়, ‘ঢাকায় র‌্যাবের একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।’

আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে আইএস।

এর আগে জুমার নামাজের সময় আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে বোমা হামলা চালানো হয়। এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র‌্যাব সদস্য আহত হন। আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিস্ফোরণে বোমা বহনকারী যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।