এটিএম জালিয়াতির ঘটনায় আসামিরা ৫ দিনের রিমান্ডে

এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ১১ জনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ আদেশ দেন। আসামিদের আদালতে হাজির করে বাড্ডা থানার পরিদর্শক কাজী আবুল কালাম ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ পেশাদার সন্ত্রাসী ও আন্তর্জাতিক মানের তথ্য ও অর্থ লেনদেন পাচারকারী। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকারসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি হ্যাককারী সিন্ডিকেটের অন্যতম সক্রিয় বাহিনী। আসামিরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি সরকারি ও বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করাসহ ভুয়া এটিএম ডেভিড, ক্রেডিট কার্ড অবৈধভাবে তৈরি করে থাকে।

মামলার নথি থেকে জানা যায়, আসামিদের কাছ থেকে এটিএম কার্ড তৈরির সরঞ্জাম, বিশেষ ধরনের প্রিন্টার, বিভিন্ন ব্যাংকের ৮০০ এটিএম কার্ড, ১০০টি খালি এটিএম কার্ড ও কার্ড পাঞ্চ করার ছয়টি যন্ত্র উদ্ধার করা হয়েছে।