গাজীপুরে লিফটের মাচা থেকে পড়ে প্রাণ হারালো মিস্ত্রী

গাজীপুরে একটি ভবনের লিফটের জন্য তৈরি স্থানে পলেস্তার করার সময় মাচা থেকে পড়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কোনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ফয়সাল (২৭)। তিনি কাপাসিয়া উপজেলার সম্মাসিয়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোণাবাড়ি এলাকার একটি ছয় তলা ভবনের লিফটের জন্য তৈরি স্থানে পলেস্তারের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে আনুমানিক চতুর্থ তলা পরিমাণ উচ্চতায় পলেস্তার করার সময় হঠাৎ রশি ছিঁড়ে মাচা থেকে নিচে পড়ে যান ফয়সাল। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।