নিজস্ব প্রতিনিধি, জাবি:
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । শুক্রবার সকাল দশটার দিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক শোভাযাত্রাসহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য তার ভাষণে বঙ্গবন্ধুর চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে সুখী ও সমৃদ্ধশালী জাতি গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
শোভাযাত্রায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, অফিসার, কর্মচারিগণ অংশগ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রাত বারোটা এক মিনিটে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিবসের উৎসব উদ্বোধন করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাবি শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানাতে পরিবহন চত্বর থেকে আনন্দ র্যালি বের করে। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়।
পরে হলটির সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো: জুয়েল রানা বলেন, যে মহামানব ও মহা নায়কের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা সে মহামনবকে দেখতে পারিনাই। তিনি তার রেখে যাওয়া ৭ই মার্চের ভাষণ ও অসমাপ্ত আত্মজীবনীকে ছাত্রলীগের সকল নেতাকর্মী জীবনের পাঠ্য হিসেবে নেওয়ার আহ্বান জানান।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, জাতির জনকের ইশারায় এবং তার নেতৃত্বে বাংলাদেশ আলোকিত হওয়ার স্বপ্ন দেখেছিল। তাই আজকের এইদিনে জাতির জনকের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে স্বরণ করছি। এছাড়া জাতির জনকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন
জন্মদিন উপলক্ষে দুপুর ২টার দিকে শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে দুস্তদের মাঝে খাবার বিতরণ করে।