তামিম-ইমরুলকে জরিমানা করলো আইসিসি

আইসিসির আচরণ বিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে এলবিডব্লিউয়ের আবেদনের সময় তামিম ব্যাট দেখিয়ে আম্পায়ারের দিকে ইঙ্গিত করেছিলেন যে বল ব্যাটে লেগেছে। যেটি মোটেও বিধি সম্মত নয় বলে অভিযোগ করেন আম্পায়াররা।

ইমরুলের বিপক্ষে আবেদন ছিল ব্যাট-প্যাড ক্যাচের। ইমরুল থাই প্যাডে ইঙ্গিত করে বোঝাতে চাইছিলেন যে বল সেখানেই লেগেছে। আইসিসি আচরণবিধি অনুযায়ী যেটি নিয়ম বহির্ভূত। আম্পায়াররা অভিযোগ আনার পর দিনের খেলা শেষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ মেনে নেন তামিম ও ইমরুল। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন পড়েনি। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে দুজনের সঙ্গে।