ক্রীড়া ডেস্কঃ
সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়ে থামল মুশফিকের যাত্রা ।দারুণ খেলতে খেলতেই মুহূর্তের অসতর্কতা।
শ্রীলঙ্কা ৮০ ওভার শেষেই নতুন বল নিয়েছে । প্রথম ওভারটি করেছেন পেরেরা। পরেরটি লাকমল। ওভারের প্রথম বলটিই ফুল লেংথ। বল সিমে পড়ে একটু ভেতরে ঢুকল। জায়গায় পা না নিয়েই মুশফিকের আলগা ড্রাইভ, ব্যাট-প্যাডের মাঝে বড় ফাঁক। উড়ল বেলস। ৫২ রানে ফিরলেন মুশফিক।
সাকিবের সঙ্গে জুটিতে এসেছে ৯২ রান। বাংলাদেশ ৬ উইকেটে ২৯০। সাকিব উইকেটে ৪৪ রান নিয়ে।