সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’ ততক্ষণ রাজস্থানে মুক্তি পাবে না, যতক্ষণ না রাজপুত কর্নী সেনা ছবিকে ছাড়পত্র দেয়। রাজস্থান সরকার আপাতত এই অবস্থানই নিতে চলেছে বনশালির নতুন ছবি নিয়ে। আর সেখানেই প্রশ্ন উঠছে, প্রশাসন কীভাবে একটি বিশেষ দল বা গোষ্ঠীর সিদ্ধান্তের উপর নির্ভর করে নিজের সিদ্ধান্ত তৈরি করতে পারে? প্রশাসনিক ভূমিকা তাহলে কোথায়?
রাজস্থানের রাজ্য সরকারের পক্ষ থেকে সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী অরুণ চতুর্বেদী জানিয়েছেন, ছবিটি রাজস্থানে মুক্তি পাবে কি না, এ নিয়ে এখনই স্পষ্ট অবস্থান নেওয়ার সময় আসেনি। ছবি তৈরি হয়ে যাওয়ার পরে সেটি আগে রাজপুত কর্নী সেনার সামনে দেখাতে হবে। দেখানোর পরে যদি কর্নী সেনার সকলেই আপত্তি না জানায়, তাহলেই ছবিটি মুক্তি পাবে। যদি কর্নী সেনার তরফে একাধিক দৃশ্য বাদ দেওয়ার কথা বলা হয়, তাহলেও সেগুলি বাদ দিয়েই ছবিটিকে দর্শকের সামনে আনতে হবে। সেনার তরফে ‘গ্রিন সিগন্যাল’ না পেলে ছবিটি মুক্তি পাবে না রাজস্থানে।
গতকালই মহারাষ্ট্রের কোলাপুরে পদ্মাবতীর সেটে হামলা চালায় অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। পুড়িয়ে দেওয়া হয় ছবির জন্য তৈরি করা পোশাক। পুড়ে ছাই হয়ে যায় সেট।