প্রকাশ্য রাজপথে যুবতীকে কুপিয়ে হত্যা

ঢাকার ব্যস্ত রাস্তায় আততায়ীর হামলায় গুরুতর জখম হয়ে মারা গেলেন ২৭ বছর বয়সী যুবতী আরিফুন্নেসা আরিফা। পরিবারের অভিযোগ, তাকে খুন করেছেন তার সাবেক স্বামী। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগানে ঘটে এ হত্যাকাণ্ড।

আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তবে তার সাবেক স্বামী রবিনের কর্মস্থল এবং তার পরিবারের বিষয়ে কোন তথ্যই দিতে পারেনি নিহত অরিফার পরিবার। ২০১৩ সালে বিয়ে হয় রবিন ও আরিফার।

বিয়ের পরই মাদকাসক্ত হয়ে পড়ে রবিন। মাঝে মাঝেই আরিফার ওপর নির্যাতন চালাতো। এর জের ধরেই ছয় মাস আগে রবিনকে তালাক দেয় আরিফা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কলাবাগানের সেন্ট্রাল রোডের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন আরিফা। এসময় বাসার গেটের পাশেই পথরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় রবিন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় আরিফা মারা যান।