বাংলাদেশ এখন যে কোনো দলকেই এখন হারাতে পারেঃ মাশরাফি

ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন এ মুহূর্তে বিশ্বের যেকোনো দলকে হারানোর সক্ষমতা বাংলাদেশের আছে । বৃহস্পতিবার ইমার্জিং কাপকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন কথা জানান ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।

মাশরাফি বলেন, ‘বাংলাদেশ এখন যে কোনো দলকেই এখন হারাতে পারে। তাছাড়া সেরা খেলাটি না খেললে আপনি যে কোন দলের কাছেই হারতে পারেন। আমাদের সেরাটাই দিতে হবে। কারা কেমন দল সেটা চিন্তা করার সুযোগ নেই।’

তবে টি-২০ ও ওয়ানডেতে শ্রীলঙ্কা যে শক্ত প্রতিপক্ষ, তা মানতে আপত্তি নেই তাঁর, ‘আসলে যদি দেখেন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ওদের ফর্ম ভালো। এমনকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়েও তারা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে। ওদের ভালো কিছু নতুন প্লেয়ার এসেছে। আমার মনে হয় টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওরা এখন ভালো দল।’

সম্প্রতি ঘোষিত ওয়ানডে স্কোয়াড নিয়ে আলোচনা-সমালোচনা চললেও অধিনায়ক জানিয়েছেন তাঁর সন্তুষ্টির কথা, ‘ভালো স্কোয়াড হয়েছে। যারা আছে আশা করি সবাই ভালো করবে। সবাই ফর্মে থাকলে খেলতে সুবিধা হয়। যারা আছে আমার বিশ্বাস আমরা ভালো করবো।’