মাদকের টাকা না পেয়ে মাকে খুন, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

মাদক নেবে ছেলে। আর তার টাকা দিতে হবে মাকে। কথা শোনেননি মা। সেই রাগে মাকে খুন করল ‘গুণধর’ ছেলে। বেশ কিছুদিন পালিয়ে থাকার পর অবশেষে পাটনা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অনিমেষ ঝা-কে।

অনিমেষদের দ্বারকায় একটি ফ্ল্যাট রয়েছে। সেটি বিক্রি হওয়ার কথা চলছিল। কিন্তু বিক্রির টাকা মা তাকে দেবেন না, ভয় ছিল অনিমেষের। গত ২৪ ফেব্রুয়ারি মায়ের কাছে মাদক কেনার টাকা চায় সে। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন মা। অভিযোগ, এরপরই মায়ের গলা টিপে ধরে ছেলে। গলায় ফাঁস লাগিয়ে খুন করে মাকে। ৩১ বছর বয়সের এই ইঞ্জিনিয়ার মাকে খুনের পর নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ গত মঙ্গলবার তাকে পাটনা থেকে গ্রেপ্তার হয়। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অনিমেষ পুণের নরটনে কাজ করত৷ মাদক সংক্রান্ত একটি মামলায় সে আগেও গ্রেপ্তার হয়েছিল৷ ঘটনার চারদিন আগেই ছাড়া পেয়েছিল সে।

এদিকে মা ও ভাই কাউকেই ফোনে না পেয়ে লন্ডন থেকে পুলিশকে খবর দেন অনিমেষের বোন৷ মায়ের কোনো ক্ষতি করছে কিনা ভাই, এমন সন্দেহ প্রকাশ করেন তিনি৷ পুলিশ এরপর ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মিতা নামে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে তারা।