র‍্যাব ক্যাম্পে বিস্ফোরণ : ঘটনাস্থল পরিদর্শনে র‍্যাব ও পুলিশ প্রধান

রাজধানীর আশকোনায় র‍্যাব সদর দপ্তরে বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তাঁরা ঘটনাস্থলে আসেন। ১৫ মিনিট পর তাঁরা বের হয়ে যান। এ সময় তাঁরা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

আজ শুক্রবার বেলা ১টার দিকে আশকোনায় হাজি ক্যাম্পের কাছে প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরে এক ‘আত্মঘাতী’ বিস্ফোরণে এক যুবক নিহত হন।

এ ব্যাপারে র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, বেলা ১টার দিকে আশকোনায় প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর টপকে এক যুবক ভেতরে প্রবেশ করেন। অপরিচিত লোক দেখে তাঁকে চ্যালেঞ্জ করে র‍্যাব। এক পর্যায়ে যুবক তাঁর শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

তিনি আরো বলেন, বিস্ফোরণে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ‘আত্মঘাতী’ এই বিস্ফোরণের ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র আরো জানায়, ঘটনার পর র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আসে। এ ছাড়াও আসেন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।