স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের শেষ বিকেলে খানিকটা পাগলাটে ব্যাটিং করে সমালোচনার টেবিলে নাম তোলেন সাকিব আল হাসান। কিন্তু তৃতীয় দিনে সাকিবের ব্যাট চালানোর ধরণ দেখা গেল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকেই দেখেশুনে বল বাই বল খেলে যান সাকিব। এরই মধ্যে দলকে শতরানের দারুণ ইনিংস উপহার দিয়ে নিন্দুকদের সমুচিত জবাব দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাদা পোশাকে এনিয়ে পাঁচটি শতক হাঁকালেন সাকিব।