আশকোনায় আত্মঘাতী হামলার ঘটনায় মামলা

শুক্রবার বিকাল পৌনে ৫টায় বিমানবন্দর থানায় র‌্যাবের এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিমানবন্দর থানার এসআই কিবরিয়া খাতুন যুগান্তরকে জানান, সন্ত্রাসবিরোধী আইনের ১, ২, ৮, ১০ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলায় নির্দিষ্ট করে কোনো আসামির নাম বলা না হলেও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানান এসআই কিবরিয়া খাতুন।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের সময় আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র‌্যাব সদস্য আহত হন। পরে এ হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনায় দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগার, বিমান, নৌ ও স্থলবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে এসব স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করা হয়।