জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল আগ্রা। শনিবার সকালের প্রথম বিস্ফোরণটি ঘটে ষ্টেশন-সংলগ্ন একটি বাড়িতে৷ দ্বিতীয় বিস্ফোরণটি হয় আবর্জনা স্তূপে।
ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আগ্রার আইজি ও ডিআইজি। এখন পর্যন্ত জানা যায়নি ঠিক কি থেকে ঘটেছে এই জোড়া বিস্ফোরণ। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে৷ আইএস হুমকির জেরে তাজমহলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মাঝেই এই জোড়া বিস্ফোরণ চিন্তার ভাঁজ আরো একটু বাড়ালো।