দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারের খেলা শেষে স্বাগতিক শ্রীলংকার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬১ রান। দিমুথ করুণারত্নে ২৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে অপরপ্রান্তে থাকা কুশল মেন্ডিস ব্যাট করছেন ৩ রানে।
প্রথম ইনিংসে ১২৮ রানে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন শুক্রবার বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামে শ্রীলংকা। তবে কোনো বিপদ ছাড়াই নির্বিঘ্নে দিনটি পার করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা ও করুণারত্নে। দিন শেষে দু’জনেই অপরাজিত থাকেন ২৫ রানে। আর লংকার সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান।
এই অবস্থায় ম্যাচের চতুর্থ দিন শনিবার সকালে ফের ব্যাট করতে নামেন লংকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে দিনের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই থারাঙ্গাকে বোল্ড করে দলকে দারুণ শুরু এনে দেন মিরাজ।
বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের শততম এই টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। দিনেশ চান্দিমালের ১৩৮ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
জবাবে সাকিব আল হাসানের শতক এবং অভিষিক্ত মোসাদ্দেক হোসেন, উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও অধিনায়ক মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে প্রথম ইনিংসে ৪৬৭ রান করে সফরকারীরা। সাকিব করেন ১১৬ রান। এছাড়া মোসাদ্দেক ৭৫, সৌম্য ৬১ ও মুশফিক ৫২ রান করেন।