বাবরি মসজিদ ধ্বংস নিয়ে বুধবার রায় জানাতে পারে ভারতীয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রবীণ বিজেপি নেতা আদভানি, মুরলী মনোহর জোশীসহ প্রায় এক ডজন বিজেপি নেতার ভাগ্যও ঠিক হয়ে যাবে। ৭ এপ্রিল চার ঘণ্টা শুনানির পরে রায়দান স্থগিত রাখে আদালত। তবে ইঙ্গিত দেয় দু’দশকের পুরনো বাবরি মসজিদ ধ্বংস মামলায় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের শুনানির বিরুদ্ধে নয় আদালত।
১৯৯২ সালের ডিসেম্বরে অযোধ্যায় ষোড়শ শতকের একটি মসজিদ গুঁড়িয়ে দেয় করসেবকরা। এই নিয়ে দু’টি মামলা দায়ের হয়। প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে আদভানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ারদের মতো নেতার বিরুদ্ধে। অপর মামলাটি দায়ের হয় কয়েক লাখ করসেবকের বিরুদ্ধে। তারাই মসজিদের কাঠামো গুঁড়িয়ে দিয়েছিল। বিজেপি নেতাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ‘টেকনিক্যাল গ্রাউন্ডে’ খারিজ করে দিয়েছিল রায়বরেলির আদালত। আর ২০১০ সালে সেই রায় বহাল রাখে এলাহাবাদ হাইকোর্ট। তবে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। আদালত জানায়, রেহাইয়ের রায় তারা গ্রহণ করছে না।