শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর ওয়ারী থানায় করা বিস্ফোরক আইনের ওই মামলায় আজ মঙ্গলবার ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার দিন ধার্য ছিল।

শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে গড়হাজির থাকা আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে পলাতকদের গ্রেপ্তার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিলে জন্য আগামী দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জানান, চার্জশিটভুক্ত ৩২ জনের মধ্যে বিএনপির নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেলসহ ২১ জন জামিনে আছেন। এরা আদালতে হাজির ছিলেন। পলাতক ১১ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি নেতারা হলেন আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

গত বছরের ৭ জুলাই ওয়ারী থানার এসআই সরোয়ার হোসেন ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ওয়ারী থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ।