চুয়াডাঙ্গায় মৎস্যজীবী গুলি করে হত্যা

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পল্লী কায়েতপাড়া গ্রামের জিয়াউর রহমান জিয়াকে (৩৮) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। জানা যায়, কায়েতপাড়া গ্রামের মৃত আবুল মণ্ডলের ছোট ছেলে জিয়াউর রহমান জিয়া ছিলেন রামদিয়া-কায়েতপাড়া বাওড় (বড় বিল) মৎস্যজীবী সমিতির সভাপতি। আজ সোমবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে বাওড়ে গুলি করে হত্যা করেছে।
সমিতির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাতে জিয়াউর রহমান জিয়া বাওড়ের নৌকায় ছিলেন। মাঝে মধ্যে তিনি নিজেই রাতে বাওড়ে মাছ পাহারা দিতেন। ভোর ৪টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে নৌকা থেকে নেমে বাড়িতে যাচ্ছিলেন। সেসময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি করে। এ সময় তার মাথায় ও কোমরে গুলি বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাওড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে নিহতের পরিবারের দাবি।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।