বিসিবির পরিচালক টিংকুর মরদেহ দাফন গাজীপুরে

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর  প্রথম জানাজা আজ বুধবার শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। এরপর কলাবাগান মাঠে হয় দ্বিতীয় জানাজা। গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে তাঁর মরদেহ দাফন করা হবে।

এদিন নাজমুল করিম টিংকুর জানাজায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অধিকাংশ পরিচালকও উপস্থিত ছিলেন সে সময়।

জানাজা শেষে বিসিবির পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান নাজমুল হাসান। জাতীয় দলের ক্রিকেটাররাও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে জানাজায় উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, কামরুল ইসলাম রাব্বিসহ অনেকেই।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকু কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু কোনো লাভ হলো না। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁর মৃত্যু হয়।