ছাব্বিশ বছর আগে বিআরটিসির বাস দুর্ঘটনায় মেয়ে নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ পেয়েছেন এক ব্যক্তি।
আদালতের রায়ের আলোকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনায় নিহত নাফিয়া গাজীর বাবা কামাল আহাম্মেদ গাজীর হাতে মঙ্গলবার সচিবালয়ে ক্ষতিপূরণের প্রথম কিস্তির আড়াই লাখ টাকার চেক তুলে দেন।
বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ১৯৯১ সালের ২৯ মার্চ ঢাকার মৌচাক মার্কেটের সামনে বিআরটিসির বাস দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী নাজিয়া মারা যান।
ওই ঘটনায় কামাল আহাম্মেদ একটি মামলা করলে আদালত ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কামাল আহাম্মেদ ক্ষতিপূরণের টাকা পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। গত বছরের ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে এ বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বছরের ২৯ মার্চের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা চার কিস্তিতে পরিশোধ করতে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেয়।
প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহনমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিপূরণের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বিআরটিসির চেয়ারম্যান বলেন, আগামী ছয় মাসের মধ্যে চার কিস্তিতে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।
আমরা একটা বিষয় প্রমাণ করতে চাচ্ছি বিআরটিসি সরকারি প্রতিষ্ঠান হলেও আইনের ঊর্ধ্বে নয়, বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে আমরা ক্ষতিপূরণের টাকা দেব।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।