গতকাল শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সূত্র জানিয়েছে।
র্যাব ১ গাজীপুরের কম্পানি কমান্ডার জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মুহিউল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফারুককে সাভারের জাহাঙ্গীরপুর নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সাত আসামির মধ্যে ধর্ষণের চেষ্টাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, বিচার না পেয়ে গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পশু হাসপাতালসংলগ্ন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কর্ণপুর গ্রামের হযরত আলী ও তার মেয়ে আয়েশা আক্তার।