গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২২৫ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মৌসুমী। আগামী ৪ মার্চ নতুন কমিটির প্রথম মিটিং হবে এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে। নতুন কমিটির প্রথম মিটিংয়েই উপস্থিত থাকতে পারছেন না মৌসুমী। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত বৃহস্পতিবার বিকেলে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে একটি দরখাস্ত দিয়েছেন এই অভিনেত্রী।
এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর মায়ের শরীর খারাপ। মায়ের সঙ্গে দেখা করতে তাকে যেতে হয়েছে। আমি ও মৌসুমী দুজনই সাংগঠনিক মানুষ। সংগঠনের প্রতি শ্রদ্ধা রেখে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে সমিতির অফিসে দরখাস্ত দিয়েছি। এতটুকুই।’
দরখাস্ত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সমিতির অফিস সহকারী জাকির হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার মৌসুমী ম্যাডামের সহকারী আরিফ দরখাস্ত দিয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে সভাপতি স্যারকে ফোনে বিষয়টি জানিয়েছি। স্যারও দরখাস্তটি হাতে পেয়েছেন।’